দেশের মাটিতে পা রাখলেন ভুবন জয়ী বিরাট – রোহিত বাহিনী..

Spread the love

রোজদিন ডেস্ক :- ১৩ বছরের অপেক্ষার অবসান করে ভুবন জয় করে দেশের মাটিতে ফিরলেন ভারতীয় দল।এত বছর আসেনি বিশ্বকাপ ঘরের মাটিতে , ভারতের বিশ্বকাপ হাত ছাড়ার আক্ষেপ হয়তো সকলেই ভুলতে বসেছিল। ঠিক তখনই ভারতকে বিশ্বকাপ এনে সকলের মুখে একরাশ হাসি ফুটিয়ে দিল টিম ইন্ডিয়া । দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল রোহিত শর্মা ও তাঁর বাহিনী।
তবে বিশ্বকাপ জিতলেও, হারিকেনের কাছে হার মানতে হয়েছিল রোহিত-বিরাটদের। ঘূর্ণিঝড় বেরিলের কারণে সে দেশেই আটকে পড়েছিলেন ছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অবশেষে বিশ্বজয় করে দেশে ফিরলেন ঘরের ছেলেরা।
গতকাল, ভারতীয় দলকে দেশে ফেরাতে বার্বাডোজে পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। তাতে চেপেই বৃহস্পতি সকালে দেশের মাটি নেমে এলো মেন ইন ব্লু। আজ, বৃহস্পতিবার ভোরে বিসিসিআইয়ের তরফে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে সাধের রূপোলি ট্রফিটি ছুঁয়ে দেখছেন রোহিতরা।
আজ, বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে পা রেখেছে ভারতীয় দল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমান বন্দর ছাড়ে টিম ইন্ডিয়ার বাস। বিমানবন্দরেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।ভক্তদের ভিড় যেন উপচে পড়ছিল। তাদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরাট কোহলিরা। এরপর টিম বাসে চেপে হোটেলের দিকে রওনা দেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*