দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে বসবাসকারী বাঙালিদের মধ্যে মাছের চাহিদা প্রচুর। সেই চাহিদা মেটাতে মাছ রপ্তানি বাড়াতে উদ্যোগী রাজ্য মৎস্য দপ্তর। তিনদিনব্যাপী মৎস্য উৎসবে রপ্তানিকারী সংস্থাগুলির সাথে বৈঠক করবে সরকার। পঞ্চম বঙ্গ মৎস্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে নলবন ফুড পার্কে। চলবে ১২ই জানুয়ারি পর্যন্ত।
দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালীরা পাতে মাছ পাওয়ার জন্য সবসময় উৎসুক হয়ে থাকেন। তাদের কাছে সরকারি জলাশয়ে চাষ করা মাছ পৌঁছে দেওয়াই এখন দপ্তরের অন্যতম লক্ষ্য। কর্মসূত্রে বেঙ্গালুরু, দিল্লী ও হায়াদ্রাবাদে অনেক বাঙালী থাকেন। সেই জন্যই এবারের মৎস্য উৎসবে রপ্তানিকারী সংস্থা এবং মৎস্যচাষিদের সাথে সেমিনার ও আলোচনার আয়োজন করেছে রাজ্য সরকার।
Be the first to comment