চিরন্তন ব্যানার্জি:-
ধর্ষণের পরই খুন করা হয়েছে। আরজি করে খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে জানালেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একই সঙ্গে তিনি জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
ধর্ষণের পরই খুন করা হয়েছে। আরজি করে খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে জানালেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একই সঙ্গে তিনি জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিন কমিশনার জানান, হেডফোনের ছেঁড়া তারের সূত্র ধরেই অপরাধীর নাগাল পেয়েছেন তদন্তকারীরা। জেরায় অপরাধের কথা ধৃত স্বীকারও করেছে।
বিনীত গোয়েল বলেন, “ওই ব্যক্তির হাসপাতালে যাতায়াত ছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতা আইনে খুন ও ধর্ষণের ধারা যুক্ত করা হয়েছে।”
এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টালা থানায় ফোন আসে। তারপর থেকেই দিনরাত দফায় দফায় তদন্ত চলছে।
পরিবার এবং জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের একাংশের তরফে তদন্তে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, প্রকারন্তরে তাও খারিজ করে দিয়েছেন সিপি। বিনীত গোয়েল বলেন, “৩ জন চিকিৎসককে নিয়ে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়েছে। পুরো বিষয়টির ভিডিওগ্রাফিও করা হয়েছে। এটা একটা তদন্ত প্রক্রিয়া। আমাদের অফিসাররা রাতভর তদন্ত করেছেন। তারই ভিত্তিতে মূল অপরাধীকে ধরা হয়েছে। ঘটনায় আর কে বা কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
Be the first to comment