কলকাতায় অ্যাম্বুলেন্সের জন্য গ্রীন করিডোর চালু হচ্ছে। পরিবহণ, পুলিশ, স্বাস্থ্য ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। চার দপ্তরের এই উদ্যোগকে সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন। নবান্নের উদ্যোগের পুলিশ গ্রীন করিডোর করে গত কয়েক মাসে বেশ কয়েকজন রোগীকে হাসপাতালে দ্রুত পৌঁছে দিয়েছে। প্রাণ পেয়েছে মুমূর্ষু রোগী।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ও চার দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই তৈরী হয়েছে গ্রীন করিডোরের রূপরেখা। নতুন বছরের শুরুতেই এই উদ্যোগ কার্যকরী হবে। চার দপ্তর একযোগে তৈরী করেছে নতুন অ্যাপ। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে কয়েকটি সরকারি হাসপাতালকে বেছে নেওয়া হবে। তারপর চালু হবে গোটা রাজ্যে। এতে রোগীর জীবনহানির আশঙ্কা ও রোগীর পরিবারের দুশ্চিন্তা অনেকাংশে কমবে।
Be the first to comment