রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ যুক্ত হবে অর্থাৎ সমস্ত কর্মচারী ৩ শতাংশ হারে ভাতা পাবেন। এই সুবিধার আওতায় আসবেন শিক্ষক – অশিক্ষক, পৌরসভা, পঞ্চায়েত ও বিভিন্ন লোকাল বডির কর্মীরা। এমনকী সরকারি পেনশন প্রাপকরাও এর সুবিধা পাবেন।
প্রতিবছর জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য কিছু পরিমাণ মহার্ঘ ভাতা দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবছর কোরোনা পরিস্থিতিতেও এর অন্যথা ঘটল না। আগেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত কর্মচারীর বেসিক পে বার্ষিক ২ লাখ ১ হাজার টাকা পর্যন্ত তাঁরা ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
Be the first to comment