নদীয়ার সভায় মোদীর উক্তি, ১৫টি সিট নিয়ে তৃণমূল সরকার গঠন করতে পারবেনা

Spread the love

রোজদিন ডেস্ক :- ফের বঙ্গে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে তিনটে জনসভা করছেন তিনি। নদীয়ার তেহট্টের শ্যামনগর খেলার মাঠে তিনি সভা করছেন। জানা গেছে রাজপরিবারের সদস্যা অমৃতা রায়ের ও জগন্নাথ সরকারের হয়ে তিনি প্রচারে এসেছেন।

প্রচুর লোকের সমাগম হয়েছে এই জনসভায় । রাস্তায় লোক দাঁড়িয়ে রয়েছে, এল ই ডি স্ক্রীন লাগানো হয়েছে জায়গায় জায়গায়। তিল ধরার জায়গা নেই। প্রচুর বি জে পি কর্মী সমর্থক এসেছেন।

মঞ্চে এসেই প্রথমে “কেমন আছেন নদীয়া বাসী” বলে জিজ্ঞেস করেন মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে “ভারত মাতা কি জয়” সকল কে একসঙ্গে বলতে বলেন। সকল মহিলাদের সভা তে দেখে তিনি বলেন, ” আমার সৌভাগ্য আমি মাথা নীচু করে আপনাদের কাছ থেকে আশীর্বাদ নেব।”

তিনি আরও বলেন , “১৫ টা সিট নিয়ে তৃণমুল সরকার তৈরী করতে পারবেনা” । কংগ্রেস কেও তোপ দাগতে ছাড়েননি, বলেছেন “কংগ্রেস যতই জোর লাগাক হাফ সেঞ্চুরি করতে পারবেনা।”

তিনি বলেন, “মোদীর বেশি আসন এই জন্যই লাগবে যাতে সারা দেশে যোগাযোগ, ইনফ্রাস্ট্রাকচার সহজেই করা যায়। বি জে পি সাংসদ রা নিজের নিজের জায়গায় উন্নতি করবে। টি এম সি র তোলাবাজরা শাস্তি পাবে। এরা নিজেদের মধ্যেই ঝামেলা করে।” সভায় মোদী সন্দেশখালি ঘটনার তীব্র প্রতিবাদ ও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*