নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ

Spread the love

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ ৷ রবিবার রাতের পর সোমবার সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা। উত্তর অসম কার্যত বিচ্ছিন্ন। ৩৭ ও ৫২ নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল।

সোমবার ধেমাজিতে ১২ ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন। পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দিয়েছে অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা। রবিবার থেকেই গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় পথে নেমেছে মানুষজন। আজ ও আগামীকাল অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন।

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও প্রতিমন্ত্রী ফণিভূষণ চৌধুরি সহ স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন। অসম গণ পরিষদের (AGP) প্রেসিডেন্ট ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরার গোলাঘাটের বাড়ি ঘেরাও করে শতাধিক বিক্ষোভকারী। তাদের দাবি, ক্ষমতার লোভে নিজেদের রং বদলেছে AGP-এর নেতারা। এখন তারা বিজেপির পক্ষ নিয়েছে এবং অসমের মানুষের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করছে।

নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) মঙ্গলবার ১১ ঘণ্টার বনধের ডাক দিয়েছে।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*