নিট দুর্নীতি নিয়ে বিকাশ ভবন অভিযান..

Spread the love

রোজদিন ডেস্ক:- বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে তাদের। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দু-সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিস দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নির্দেশের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ছাত্রছাত্রীদের মনের ভয় কাটাতে এই সিদ্ধান্ত। আবেদনকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগসহ গ্রেস মার্কস দেওয়ার বিরোধিতা এবং অবিলম্বে কাউন্সেলিং বন্ধে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন।

নিট পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। আর সেই নিয়ে তোলপাড় সারা দেশে। বৃহস্পতিবারই আবার সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। নিট বিতর্কের আঁচ পড়েছে শহর কলকাতাতেও। পরীক্ষায় দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে অনিশ্চয়তা নিয়ে বিকাশ ভবন অভিযান করা হয়। তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আজ ওই এলাকায়।
বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করে এআইডিএসও। করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাঁদের। তবে মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়। কয়েকজন বিক্ষোভকারীকে তোলা হয় প্রিজন ভ্যান এ। তাদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন হতে দিচ্ছে না। আসল দোষীদের না ধরে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে।
নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথমবার ৬৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ মান ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন। আর তা নিয়েই বিতর্ক, সন্দেহ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, প্রথম স্থানাধিকারী ৬৭ জনের মধ্যে ৬ পরীক্ষার্থীর একই কেন্দ্রে সিট পড়েছিল। যা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। নিটের নম্বর দেওয়ার পদ্ধতি হল সঠিক উত্তরের জন্য ৪ মার্কস এবং ভুল উত্তরে মাইনাস ১। কিন্তু, এ বছরের ফল নিয়ে নানান অনুমান মাথাচাড়া দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*