রোজদিন ডেস্ক:- নিট – নেট নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দিল্লী থেকে বেঙ্গালুরু বিক্ষোভে সামিল হয়েছেন ইন্ডিয়া জোট সমর্থকরা । বৃহস্পতিবার আশ্বাস দিয়েছিলেন রাহুল গান্ধী ওই পড়ুয়াদের যে, তিনি সংসদে সরব হবেন এই বিষয়ে। পড়ুয়াদের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যা শুনে তিনি আশ্বাস দিয়েছিলেন তাঁদের।
মঙ্গলবারের পরীক্ষার পর বুধবার ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়। সিবিআই তদন্তের পর জানা যায় রবিবার পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সিবিআই তদন্তের ফলে জানা যায় প্রায় ৬ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রবিবার প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্ত্বেও প্রশাসন কেন কোনো পদক্ষেপ নেয়নি?
তৃণমুলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন যারা কোটি কোটি টাকা তছরুপ করেছে, অবিলম্বে তাদের সাজা হওয়া উচিত। ধর্মেন্দ্র প্রধান সহ যাঁরা যাঁরা এই দুর্নীতিতে যুক্ত তাঁরা পদত্যাগ করুন এবং তাঁদের জেলে পাঠানো হোক। দূর্নীতি মানে দুর্নীতি, সেক্ষেত্রে রাজ্যের জন্যে এক নিয়ম আর কেন্দ্রের জন্য আরেক নিয়ম কেন হবে?
জানা গেছে বিরোধীদের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে জেনেই ধর্মেন্দ্র প্রধান বিশেষ কাজে বাইরে গিয়েছেন বলে সূত্রের খবর।
নিটের কাউন্সিলিং এ স্থগিতাদেশ দিলো না শীর্ষ আদালত।৮ জুলাই একসঙ্গে সব আর্জি শুনবে শীর্ষ আদালত।
Be the first to comment