আজ নির্বাচন বিহারে। তার আগেই গতকাল সন্ধ্যায় পাটনা পুলিশ গ্রেফতার করেন প্লুরালস পার্টির প্রধান এবং মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরীকে। পাটনা পুলিশের বক্তব্য যে, কোনও অনুমতি না নিয়েই পুষ্পম প্রিয়া রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷ নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফলে তাকে আটক করা হয় বলেই জানিয়েছে পটনা পুলিশ৷
যদিও পুষ্পম প্রিয়া অভিযোগ করেন যে, বিহার নির্বাচনে ষড়যন্ত্র করে বাতিল করা হচ্ছে তাঁর দলের প্রার্থীদের। তাঁর আরও অভিযোগ, কোনও বড় দলের প্রার্থীর মনোনয়ন কখনও প্রত্যাখ্যান করা হয়নি। বিহার নির্বাচনে নানা চক্রান্ত চলছে, তাই রাষ্ট্রপতির শাসন চেয়েছিলেন প্লুরালস পার্টির নেত্রী পুষ্পম প্রিয়া৷ তবে রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।
Be the first to comment