রাজারহাটের কাছে পাথরঘাটা এবং কলকাতার ধাপায় গড়ে উঠতে চলেছে নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণে রাজ্যের প্রথম দু’টি কেন্দ্র। পাথরঘাটায় কলকাতা পুরসভার ২৩টি ওয়ার্ড, বিধাননগর, নবদিগন্ত এবং এনকেডিএ এলাকার নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ হবে। ধাপার প্রকল্পে কলকাতা পুরসভার বাদবাকি এলাকার নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা হবে।
কলকাতা পুরসভার সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ বলেন, ‘নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণে আমাদের প্রস্তাব টেন্ডারের জন্য পাঠানো হচ্ছে।’
Be the first to comment