রোজদিন ডেস্ক :- নীতি আয়োগের বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাটক করার অভিযোগে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি দাবি করেন, তাকে শেষের পরিবর্তে সাত নম্বর স্থানে বলতে দেওয়া হয়েছিল এবং তার মাইক কখনোই বন্ধ করা হয়নি।
অর্জুন সিং বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। বৈঠকের সময় তার মাইক বন্ধ করা হয়নি। তিনি নাটক করছেন এবং নিজের ভুল প্রচার করছেন।”
উল্লেখ্য, এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্জুন সিং-এর বক্তব্যে সমর্থন জানিয়েছেন অনেক বিজেপি নেতারা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে অর্জুন সিং-এর মন্তব্যের প্রতিবাদ করেছে।
এই ধরনের মন্তব্য এবং পাল্টা মন্তব্যে নীতি আয়োগের বৈঠকের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিবৃতির মাধ্যমে মূল সমস্যাগুলি আড়ালে চলে যাচ্ছে এবং রাজনীতির নাটকীয় দিকটি সামনে আসছে।
Be the first to comment