পদ হারাতে চলেছেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট মুগাবে

Spread the love

ক্রমশই জটিল হচ্ছে জিম্বাবোয়ের পরিস্থিতি। দীর্ঘ ৩৭ বছর শাসনের পর পদ হারাতে চলেছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। শুধু তাই নয়, দলীয় প্রধানের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, জিম্বাবোয়ের রাজধানী হারারের রাস্তায় চারটি ট্যাঙ্ক দেখা যায়। জল্পনা শুরু হয় দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। যদিও সরকারিভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করেনি কেউ। যদিও বাস্তবে ছবিটা পুরোপুরি আলাদা।

মুগাবের জায়গায় এই মুহূর্তে আসীন করা হয়েছে ওই দেশের ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবরকে। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি সকলেই। অন্যদিকে, বৃদ্ধ প্রেসিডেন্ট মুগাবের অপসারণের দাবিতে জিম্বাবোয়েতে আন্দোলন শুরু হয়েছিল মাস খানেক আগে। সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের একটা বড় অংশও মুগাবের বিপক্ষে চলে যায়। শুধু তাই নয়, মুগাবে নিজের স্ত্রীকে দেশের সর্বোচ্চ পদে বসাতে চাইছিলেন বলেও খবর পাওয়া যায়। ফলেই জোরাল হয় আন্দোলন। সমগ্র ঘটনার পিছনে চিনের হাত রয়েছে বলেও মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*