পর পর দু’ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ফেব্রুয়ারিতে টানা চার দিন বন্ধ ব্যাঙ্ক

Spread the love

দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতায় আগামী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ৯টি ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ মঞ্চ ৷ ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি যথাক্রমে সোম এবং মঙ্গলবার৷ তার আগে ১৩ এবং ১৪ তারিখ মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ায় টানা চার দিন দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

এ দিন হায়দ্রাবাদে ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে৷ এই সিদ্ধান্ত কোনওমতেই মানতে রাজি নয় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি ৷

এর পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে এলআইসি-র বিলগ্নিকরণ, বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ এফডিআই-এর সিদ্ধান্তেরও প্রতিবাদ করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি ৷ এআইবিওসি-র সাধারণ সম্পাদক সৌম্য দত্ত জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি এর পরেও এই সিদ্ধান্তগুলি থেকে পিছিয়ে না আসে, সেক্ষেত্রে একটানা ধর্মঘটের পথে হাঁটবেন তাঁরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*