কলকাতায় এলেন নতুন রাজ্যপাল জগদীপ ধনখড়; জেনে নিন তাঁর সম্বন্ধে কিছু তথ্য

Spread the love

সোমবার কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু। ছিলেন, মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র সিং। আগামীকাল, ৩০ জুলাই শপথ নেবেন তিনি। একই সঙ্গে এদিন সিআইএসএফ-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। গত সপ্তাহে মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ ফুরোয়। তার আগেই ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠকে রাজ্যের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঠিক হয় ৷

কে এই জগদীপ ধনখড় ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জগদীপ ধনখড় প্রাক্তন সাংসদ৷ রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন তিনি৷ ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন৷ ওই সময় কেন্দ্রে মন্ত্রীও ছিলেন তিনি। এ ছাড়াও রাজস্থানের কিষাণগড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তিনি৷ রাজস্থান বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট জগদীপ জয়পুর থেকে বিএসসি ও এলএলবি পাস করেন৷ আইসিসি-র ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশনের সদস্য৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*