পাঞ্জাবের ক্যাবিনেট থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু। ট্য়ুইট করে এই কথা জানিয়েছেন তিনি। নভজ্যোৎ সিং সিধু টুইট করে লেখেন, উনি গত ১০ জুলাই নিজের ইস্তফা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে দিয়েছিলেন। সিধু বলেন, তিনি অনেকদিন ধরেই রাহুল গান্ধীর প্রতিক্রিয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু ওপাশ থেকে কোনও প্রতিক্রিয়া না আসার কারণে, উনি ধরে নেন যে তাঁর ইস্তফা গ্রহণ হয়েছে। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের পিছনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বনিবনা না হওয়ার কারণটিই উঠে আসছে ৷
উল্লেখ্য কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নভজ্যোৎ সিং সিধু। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই বিতর্ক ওনার পিছু ছাড়ছে না। উনি পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানাতে কেন্দ্র সরকার এবং কংগ্রেসের নির্দেশ উপেক্ষা করেই পৌঁছে যান পাকিস্তানে। এরপর সেখানে গিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে কোলাকুলি করে রোষের মুখে পড়েন। শুধু তাই নয়, সেখানে গিয়ে খালিস্তানি জঙ্গির সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য পেশ করে বিতর্ক সৃষ্টি করেন নভজ্যোৎ সিং সিধু । এরপর থেকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়। বারবার দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
Be the first to comment