আগামী মাসেই গুজরাটের বিধানসভা ভোট। শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। গুজরাটে চড়ছে উত্তেজনার পারদ । আর এই আবহেই রাহুল গান্ধীকে বিঁধতে ‘পাপ্পু’ শব্দটি ব্যবহার করে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করেছিল বিজেপি। কিন্তু নির্বাচন কমিশন ‘পাপ্পু’ শব্দের ব্যবহারকে ‘হানিকর’ বলে উল্লেখ করে এবং বিজেপিকে ওই শব্দ ব্যবহার না করার নির্দেশ দেয়। তাই ‘পাপ্পু’ কে বাদ দিয়ে এবার ‘যুবরাজ’ নামেই রাহুল গান্ধীকে খোঁচা দেবে বলে ঠিক করেছে বিজেপি। যদিও বিজেপি সাফাই দেয়, ‘পাপ্পু’ শব্দের মাধ্যমে তারা কোনও ব্যক্তিকে চিহ্নিত করছে না। কিন্তু বিজেপির সেই যুক্তি মানতে নারাজ কমিশন। ফলে, বিজেপি ‘পাপ্পু’-র বদলে ‘যুবরাজ’ শব্দটি লিখবে বলে ঠিক করে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে ব্যাঙ্গ করতে ‘পাপ্পু’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অনেকের দাবি করছেন, রাহুল গান্ধীর এমন নামের পিছনে বিজেপিরই হাত রয়েছে। তারাই ‘পাপ্পু’ নামটিকে নেতিবাচকভাবে জনপ্রিয় করে তুলেছে। আর সে কারণেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। যদিও গেরুয়া শিবিরের অনেকেই মনে করেন, রাহুলের ক্ষেত্রে ‘যুবরাজ’ শব্দটি ব্যবহার করা বেশী যুক্তিযুক্ত।
Be the first to comment