পুরীর রথযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার, ওড়িশা সরকার এবং পুরীর মন্দির কমিটি সমন্বয় করে সামাজিক দূরত্বের বিধি মেনে রথযাত্রা করতে পারে।
গত বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, করোনা পরিস্থিতিতে কোনও ভাবেই এবছর পুরীর রথযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে আজ শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে শুধু পুরীর রথের ক্ষেত্রেই এই অনুমতি কার্যকর হবে। বাকি আর কোথাও রথযাত্রা হবে না।
Be the first to comment