অমৃতা ঘোষ:- গত বারে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু পূর্ব মেদিনীপুরে বিজেপির হাত পড়ে নি। দুটি আসনই জয়ী হয়েছিল তৃণমূল।
সোমবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় সাংবাদিক বৈঠক শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন “পূর্ব মেদিনীপুরে আমরা গতবারের চেয়েও ভাল ফল করব। ২১ এর বিধানসভার চেয়েও ভাল ফল হবে।”
এদিন হলদিয়ায় শুধুমাত্র তমলুক লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। ব্লক ধরে ধরেও কোথায় কী কী ঘাটতি রয়েছে, কীভাবে তা পূরণ করা সম্ভব তা নিয়ে বৈঠক করেছেন অভিষেক।এবারে কাঁথিতে বিজেপির হয়ে ভোটে লড়ছেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু।
অন্যদিকে কলকাতা হাইকোর্টেরর অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করেছে বিজেপি।
কুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে ৯টিতে তৃণমূল এবং ৭টিতে বিজেপি জয়ী হয়েছিল।
অন্যদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাঁথিতে বিজেপি প্রার্থীর চেয়ে ১ লক্ষ ১১ হাজার ৬৬৮টি বেশি ভোট পেয়েছিলেন শিশির অধিকারী। একইভাবে তমলুক আসনে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ৯০ হাজার ১৬৫ ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু।
Be the first to comment