প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, কোথায় কেমন পাশের হার; জেনে নিন

Spread the love

প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর নাম নথিভুক্ত ছিল ১০,১৭,২৬১। কিন্তু পরীক্ষা দেয় ১০,০৩,৬৬৬ জন। পাশ করেছে ৮,৪৩,৩০৫ জন। সুতরাং পাশের হার ৮৬.৩৪%। এবার ছেলেদের পাশের হার ৮৯.৮৭%। মেয়েদের পাশের হার ৮৩.৪৮%।

পাশের হারে সবার আগে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৫৯ %তারপরে পশ্চিম মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯২.১৬ %। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে পাশের হার ৯১.০৭%।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*