রোজদিন ডেস্ক :- লোকসভা ভোটে এবার বহরমপুর থেকে পরাজিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে বামেদের সঙ্গে জোটের পরও ভরাডুবি হয়েছে তাঁর দলের ৷ আর রাজ্যে দলের এই বিপর্যয়ের পরই ইস্তফা দিলেন অধীর।
আজ দিল্লিতে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এবং বাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মির সাহেবের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয় অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। জানা গিয়েছে, রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করা, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়। জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে তৃণমূলকে সঙ্গে নিয়ে চললেও রাজ্য রাজনীতিতে তৃণমূলের সঙ্গে সমীকরণ কী হবে, সেবিষয়ে প্রত্যেক প্রদেশ নেতার সঙ্গে আলাদা করে কথা বলেন বেণুগোপাল।
সবার প্রথমে নিজের বক্তব্য জানিয়ে বেরিয়ে আসেন অধীর চৌধুরী। সাংবাদিকদের তিনি জানান, বাংলার বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি যে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেকথা ফের জানালেন।
Be the first to comment