আগামী ৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগেই আজ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তবে মনে করা হচ্ছে যে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়েই হয়তো চলছে জল্পনা। বৈঠকে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ না দিলেও লিখিত দিচ্ছেন প্রধানমন্ত্রীকে।
তবে অনেকের মতে- ধাপে ধাপে লকডাউন তোলার বিষয়ে আলোচনা হতে পারে সেই নিয়েই আলোচনা। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা হওয়ার সম্ভাবনা আছে। গতকাল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পর ইঙ্গিত, দেশজুড়ে পুরোপুরি লকডাউন নাও উঠতে পারে৷ সে ক্ষেত্রে গ্রিন জোনগুলিতে কিছু কিছু নিয়ম শিথিল করা হতে পারে বলে ধারণা৷
Be the first to comment