প্রধানমন্ত্রী রাফায়েল মাস্টার, নোটবন্দির মাস্টার, দুর্নীতির মাস্টারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নিউটাউনের ইকোপার্কে আজ সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে তাঁর প্রতি নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একটা কথা আছে, ‘চোরের মায়ের বড় গলা’, ‘শুণ্য কলসি বেশি বাজে’, আর মোদীবাবুর মত দুর্নীতিগ্রস্ত মানুষ দেশে কখনও জন্মায়নি। উনি যেদিন যাবেন, রাফায়েল থেকে পেটিএম থেকে জনধন সব সামনে আসবে। আর বি আই থেকে সি বি আই, সবাই বলেছে বাই বাই। কারণ দেশের সব প্রতিষ্ঠান-গুলি ছারখার হয়ে গেছে। উনি রাফেলের মাস্টার, উনি নোটবন্দীর মাস্টার, দুর্নীতির মাস্টার। ওনার এত অহংকার কিসের। আমরা প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করি কিন্তু ‘ম্যাডি’ বাবুকে না। উনি শুধু মিথ্যে বলেন। উনি দেশের পক্ষে লজ্জার।

রাফায়েলে কিছু তো হয়েছে। রাফায়েল এক বড় দুর্নীতি। আমরা কংগ্রেসকে সমর্থন করছি কারণ ওদের কাছে বিশদ প্রমাণ আছে। তিনি আরোও বলেন, আমরা ধর্না করি নি, আমরা গান্ধীজীর অনুকরণে সত্যাগ্রহ করেছি। আমরা যেহেতু এখানে ২৩টি অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে একটি র‍্যালির আয়োজন করেছি, তাই, বিজেপি খুব ভীত। কেন্দ্রীয় সংস্থার কিছু আধিকারিককে ডেকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পাঁচ বছর পেরিয়ে গেছে, কিন্তু, যেই সামনে ভোট আসছে, তারা আমাদের রাজনৈতিক কণ্ঠরোধ করতে চাইছে।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জগাই-মাধাই বিদায় ছিল আমার শ্লোগান। তার মানে আমার শ্লোগান-টাও টুকলি করছে?তা বিদায় তো ওনার নাম- ওটা কেন বলেননি? ওনার মেয়াদ শেষ হয়ে গেছে এবার বিদায় দেব ওনাকে। এবার এমনভাবে পরাস্ত হবে যে কোনওদিন আর ফিরে তাকাতে পারবে না। এমঙ্কী গুজারাটে গেলেও জিতবেন না। সাধারণ মানুষ এতটাই ক্ষিপ্ত যে উনি আর ফিরবেন না। মানুষ ওনার ওপরে বিরক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*