রোজদিন ডেস্ক:-
প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক শ্রাবণী গুপ্ত। মাত্র ৪৬ বছর বয়সে নিভে গেলো তাঁর জীবনদীপ। তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া। প্রথমে আজকাল পত্রিকার খেলা ম্যাগাজিন ও আকাশবাণীতে ফ্রিল্যান্সিং এর কাজ করতেন শ্রাবণী।
২০০১ সালে আকাশবাংলা নিউজ চ্যানেলে সাংবাদিক হিসাবে জয়েন করেন। আকাশ বার্তায় মূলত তিনি কলকাতা করপোরেশনের সংবাদ সংগ্রহ করতেন। পরবর্তী কালে রাজনৈতিক সংবাদ দাতা হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেন।
এর পর ২৪ ঘণ্টা চ্যানেলে রাজনৈতিক সংবাদ দাতা হিসাবে জয়েন করেন। তারপর নিউজ টাইম , বাংলা টাইম এবং শেষে আজকাল ডিজিটালে কাজ করতেন শ্রাবণী। শুধু রাজনৈতিক সংবাদদাতা নয়, বিশ্লেষক হিসাবেও তিনি যথেষ্ট প্রশংসা পান।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী দের সাথে তাঁর ছিল সুসম্পর্ক। মিষ্টিভাষী শ্রাবণী বই পড়তে ভালবাসতেন। লিখতেন কবিতা। বছরখানেক আগে স্ট্রোক হয় তাঁর। কিন্তু পেশাগত জীবনে লড়াকু শ্রাবণী ব্যক্তিগত জীবনে ফাইট দেন যথেষ্ট। প্রায় সুস্থ হয়ে ওঠে তিনি। হঠাৎই ২০ আগস্ট সকালে দুঃসংবাদ। চলে গেলেন শ্রাবণী। রেখে গেলেন বৃদ্ধ বাবা ও ভাগ্যহত স্বামীকে।
তাঁর মৃত্যু তে গভীর ভাবে শোক জ্ঞাপন করেছে প্রেস ক্লাব।
শোকবার্তা টি আমারা নিচে তুলে ধরছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
Be the first to comment