প্রাথমিক স্তরে পড়াশুনা করা ছাত্রছাত্রীদের জন্য আগেই রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছিল। জুতো, বই, ব্যাগ, মিড ডে মিলের ফলে বেড়েছে প্রাথমিক স্তরে উপস্থিতির হার, কমেছে স্কুল ছুটের সংখ্যাও।এবার রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে বিশেষ উদ্যোগ নিল শিক্ষা দফতর।
প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে। আর তার জন্য শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।
চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদেরও দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। স্কুল শিক্ষা দফতরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। আধিকারিকদের মনে করছেন এই মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে ।
Be the first to comment