প্রায় ১০ দিন ধরে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি। সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জটিলতা বাড়ছিল। মঙ্গলবার বিকেলে চিকিৎসকরা জানিয়েছিলেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রয়াত হন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধি। বয়স হয়েছিল ৯৪।
গত ২৮ জুলাই মূত্রনালীর সংক্রমণ নিয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি এই ডিএমকে নেতা। চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তাঁর শরীরে বিভিন্ন অঙ্গ বিকল হচ্ছে। মূত্রনালিতে সংক্রমণের পরিমাণও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে শ্বাসকষ্ট। সঙ্গে ধরা পড়েছে জন্ডিসও। হাসপাতালের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল টিম সারাক্ষণ পর্যবেক্ষণে রাখছেন এই বর্ষীয়ান নেতাকে।
মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন এবং মেয়ে কানিমোঝি।করুণানিধির শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেছিলেন ডিএমকের সমর্থকরা। তাঁর আরোগ্য কামনায় চলছিল পূজা-অর্চনাও। কিন্তু শেষ পর্যন্ত এ দিন সন্ধ্যায় মারা গেলেন এই বর্ষীয়ান নেতা। করুণানিধির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা তামিলনাড়ুতে।
Be the first to comment