আজ প্রয়াত হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি। আজ সকালেই মৃত্যু হয় ‘রঙ্গকর্মী’ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ঊষা গাঙ্গুলির।
তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।আজ সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫। ১৯৭৬ সালে তিনি থিয়েটার গ্রুপ ‘রঙ্গকর্মী’ স্থাপন করেন। তাঁর পরিচালিত ও অভিনীত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য মহাভোজ, রুদালি, কোর্ট মার্শাল, অন্তর্যাত্রা। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে গিরিশ পুরস্কার-এ সম্মানিত করে। তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারেও ভূষিত হন। আমি ঊষা গঙ্গোপাধ্যায়ের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Be the first to comment