প্রয়াত হলেন জর্জ ফার্ণান্ডেজ, শোকজ্ঞাপন বিশিষ্টদের

Spread the love

সোস্যালিস্ট মুভমেন্ট এর অন্যতম নেতা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্ণান্ডেজের জীবনাবসান হয়েছে।বাজপেয়ী মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন ছিলো তাঁর। জনতা দলের বিশিষ্ট নেতা ছিলেন তিনি।পরে সমতা পার্টি তৈরী করেন। কার্গিল থেকে পোখরান তাঁর আমলেই হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি অ্যালজাইমার্স রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর সোয়াইন ফ্লু হয়েছিল। মঙ্গলবার ২৯ জানুয়ারি প্রয়াত হন তিনি। আজ সকাল ৭টা নাগাদ মারা যান তিনি।

৯ বার লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ শেষবার ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ এরপর মাত্র ১ বছর সেই পদের দায়িত্ব সামলান তিনি ৷ এরপরই শারীরিক অসুস্থতার কারণে সমস্ত রাজনৈতিক পদ থেকে অবসর নেন জর্জ ৷ এরপর কফিন দুর্নীতিতে নাম জড়ালে পদত্যাগ করেন জর্জ ফার্নান্ডেজ ৷

১৯৩০ সালে ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন জর্জ ম্যাথু ফার্নান্ডেজ ৷ ১৯৭৬ সালে তিনি বরোদা ডিনামাইট মামলায় গ্রেফতার হন। জরুরি অবস্থার পর তিনি বিহারের মজফ্ফরপুর থেকে সাংসদ হন। কেন্দ্রীয় শিল্পমন্ত্রীও হন। ১৮৮৯ থেকে ১৯৯০ তিনি ছিলেন রেলমন্ত্রী ৷

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোকজ্ঞাপন করেন। 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*