রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী অসুস্থ। জ্বর ও বুকে ‘কনজেশন’-এর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে উল্টোডাঙার একটি হাসপাতালে। মাঝেমধ্যে শ্বাসকষ্টও হচ্ছে তাঁর।
তবে শ্যামলবাবুর কোভিড পরীক্ষা এখনও হয়নি। সিটুর প্রাক্তন রাজ্য সভাপতি শ্যামলবাবুর বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব।
তবে বৃহস্পতিবার শ্যামলবাবুর কন্যা ঊষসী চক্রবর্তী বৃহস্পতিবার তাঁর সোশ্যাল মিডিয়ায় বাবার অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, অনেকেই সকাল থেকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন, কিন্তু আমি ধরতে পারিনি। তাই জানাচ্ছি আমার বাবা শ্যামল চক্রবর্তী বুধবার থেকে নর্থ সিটি হাসপাতালে ভর্তি। কোভিড কিনা জানা যায়নি, কারণ টেস্ট আগামীকাল হবে।
তবে যেহেতু ওঁর ফুসফুসের সংক্রমণ রয়েছে (যেটা ওঁর এর আগে অনেক বারই হয়েছে) তাই ওঁকে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগা অন্য রুগীদের সাথে একই ফ্লোরে রাখা হয়েছে। তাঁদের মধ্যে কোভিড পেশেন্ট ও আছেন। যদিও বাবার কেবিন আলাদা তবুও যেহেতু একই মেডিকেল ও নার্সিং স্টাফ ওঁর দেখাশোনা করছেন তাই ওঁর হাসপাতাল বাহিত কোভিড হওয়ার সম্ভবনা বাতিল করা যাচ্ছে না।
তিনি আরও লিখেছেন আমার বাবা হোলটাইমার। বাবার সূত্রে টাকা পয়সা বিষয় আশয় কিছুই আমি পাইনি। মা যেহেতু পরিবারের একমাত্র রোজেগেরে মানুষ ছিলেন উনি চলে যাওয়ার পর বাবা বহু কষ্টেই আমায় মানুষ করেছেন। আমি সরকারি স্কুলে লেখাপড়া করতাম সেখানে মাইনে ছিল সাড়ে আট টাকা। লেখাপড়ায় খারাপ ছিলাম না তাই উচ্চশিক্ষায় অসুবিধা হয়নি।
যাই হোক, যেটা বলার সেটা হল বাবার কাছ থেকে টাকা পয়সা বিষয় আশয় কিছু না পেলেও যেটা পেয়েছি বলা ভালো ইনহেরিট করেছি সেটা হল ওঁর লড়াই করার ক্ষমতা। Fighting Spirit. সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জেদ আর কোনও কিছু একবার শুরু করলে শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া– হাল না ছাড়া। উনি এখন লড়াই করছেন। আমার ধারণা ওঁর fighting spirit যা আমি জন্মসূত্রে inherite করেছি, ওঁর কাছ থেকেই পেয়েছি তা ওঁকে এই যুদ্ধেও হারতে দেবে না। Isolation ward এ ঢোকা যায় না- তাই দূর থেকে বলছি ফাইট বাবা ফাইট। যাই হয়ে যাক তুমি হাল ছেড়ো না।
পুনশ্চঃ শুভানুধ্যায়ী অনুরাগীরা দুশ্চিন্তা করবেন জানি। বিনীত অনুরোধ ওঁকে সরাসরি ফোন করবেন না। ওঁর বেশি কথা বলা বারণ, তাই কষ্ট বাড়বে। অক্সিজেন চললে ফোন ধরতেও পারবেন না। আমি এখানেই update দেব।
ক্লিক করুন নীচের লিঙ্কে!
https://m.facebook.com/story.php?story_fbid=10158373327862209&id=617677208
Be the first to comment