দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর। ৭৯ বছর বয়সে শেষ হয়ে যায় অভিনেতার জীবনের সমস্ত লড়াই। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় বলিউড। পাশাপাশি অভিনেতার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
২০১৪ সালে বুকে সংক্রমণ ধরা পড়ে শশী কাপুরের। তারপর থেকেই চিকিৎসা চলছিল। অবশেষে সোমবার লড়াই শেষ হয়ে যায় বলিউডের ওই বর্ষীয়ান অভিনেতার। শশী কাপুরের মৃত্যুর খবর পাওয়ার পর পরই হাসপাতালে ছুটে যান রণবীর কাপুর। সঞ্জয় দত্তের বায়পিকের শুটিং ফ্লোর ছেড়েই হাসপাতালে হাজির হন রণবীর কাপুর।
অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে হাজির হন বনি কাপুরও। শশী কাপুরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অমিতাভ বচ্চন, রানি মুখার্জি, করিনা কাপুর, করিশ্মা কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনরা।
Be the first to comment