বাঁকুড়ায় এই প্রথম ময়না মডেলে মাছচাষের উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। জানা গেছে জেলায় চারটি পৃথক ইউনিটে মোট ৮ হেক্টর আয়তনের পুকুরে সমবায় ভিত্তিতে ময়না মডেলে মাছচাষ করা হবে। এক লক্ষ দেশী মাছের চারা ছাড়া হবে এখানে। এতে খরচ হবে মোট ৮৮ লক্ষ টাকা। আর এই খরচের সিংহভাগই দেবে রাজ্য সরকার।
পূর্ব মেদিনীপুরের ময়নায় বর্ষার জল অনেকদিন জমে থাকে। ঐ জমা জলকে কাজে লাগিয়ে সেখানকার চাষিরা খুব কম সময়ে মাছের ভালো ফলন পান। দীর্ঘদিন ধরে তাঁরা সফল হয়ে আসছেন। রাজ্যের যেসব অঞ্চলে দীর্ঘদিন বর্ষার জল জমে থাকে, সেখানেই এই মডেল অনুকরণ করে মাছচাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।
Be the first to comment