সমুদ্রে বা নদীতে সি-প্লেনে চেপে এক নিমেষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব। স্পাইস জেটের কর্ণধার অজয় সিং বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে সেই ইচ্ছাই জাগালেন বাঙালির মনে। তিনি বলেন, সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে এই বাংলায়। দিঘা-গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে চলবে এই যান। পর্যটনেও আসবে নয়া দিশা। এবার গঙ্গাসাগর-দিঘার মত নদী ও সমুদ্রভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি-প্লেন চালানো হবে।
অজয় সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
Be the first to comment