বাংলার মৎস্য উন্নয়ন নিগম খুব শীঘ্রই ঝাড়খণ্ডে খুলবে রেস্তোরাঁ। জানা গেছে মাছের ব্যবসাকে বৃদ্ধি করতে ঝাড়খণ্ডে নতুন ৪ টি রেস্তোরা তৈরি করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। রাঁচি, জামসেদপুর, কোডারমা, ধানবাদ সহ আরও কিছু জায়গায় রেস্তোরা খুলবে রাজ্য সরকার। ঝাড়খন্ড থেকে চলবে আমদানি রপ্তানিও।
ঝাড়খণ্ডের বাসিন্দাদের মাছ কিভাবে কাটা হয় তার প্রশিক্ষণ দেবে এসএফডিসি। দক্ষিণ ২৪ পরগনা জেলার মহিলা ও পুরুষদের নিয়ে মাছ কাটার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। শুধু তাই নয় এর ফলে অনেক কর্মসংস্থানও হবে বলে জানা গেছে।
Be the first to comment