পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে রবিবার আরও বেড়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এদিন সন্ধ্যা ৬ টায় যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে বাংলায় এখনও পর্যন্ত মোট ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার সকাল ৯ টায় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬৯। অর্থাৎ নতুন করে আরও ১১ জনের মধ্যে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ যাবৎ ১০ জন কোভিড আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য মন্ত্রক বুলেটিন প্রকাশ করার পর রাজ্যের স্বাস্থ্য দফতরও একটি বুলেটিন প্রকাশ করেছে।
স্বাস্থ্য ভবনের বুলেটিনে বলা হয়েছে, কোভিড-১৯ এর মতো উপসর্গ নিয়ে এক ব্যক্তি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের নিউটন ক্যাম্পাসে ভর্তি হয়েছেন। যদিও তার কোভিড-১৯ টেস্ট এখনও করা হয়নি। একই ভাবে প্রবল শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি ভর্তি হয়েছেন এম আর বাঙ্গুর হাসপাতালে। কিন্তু তাঁরও কোভিড-১৯ টেস্ট হয়নি এখনও।
এম আর বাঙ্গুরে আরও এক রোগী মাঝারি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, তাঁর শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। তা ছাড়া আরও দু’জনের শরীরে কোভিড পজিটিভ মিলেছে। তাঁদের শরীরে অন্য রোগের উপসর্গও রয়েছে। তাঁদের একজন বেলেঘাটা আইডি হাসপাতাল বা অন্যজন সল্টলেকের এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Be the first to comment