বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে? আভাস দিলেন নরেন্দ্র মোদী

Spread the love

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? এ নিয়ে তুমুল জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। প্রথম দফার ভোটের মুখে অধিকারী গড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘সোনার বাংলার দায়িত্বে থাকবে এখানকার ভূমিপুত্রের উপরেই।’ কাঁথিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মোদীর এই মন্তব্য নয়া জল্পনা উস্কে দিল বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

উল্লেখ্য, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন? এ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। বাংলায় বিজেপির মুখ করা হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এ নিয়ে তুমুল চর্চা চলেছে বঙ্গ রাজনীতিতে। যদিও এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান হয়নি।

অন্যদিকে, কিছুদিন আগে মোদীর ব্রিগেড মঞ্চে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদানের পর নয়া জল্পনা দানা বাঁধে। তাহলে মিঠুনই কি বাংলায় বিজেপির মুখ? মিঠুনের ভোটে লড়া নিয়েও চর্চা শুরু হয়। যদিও শেষ পর্যন্ত ভোটে দাঁড়াননি মিঠুন। এদিকে, গত সপ্তাহে খড়গপুরের সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দরাজ প্রশংসা করেন মোদী।

প্রধানমন্ত্রীর মুখে দিলীপের প্রশংসা এই জল্পনায় অন্য মাত্রা যোগ করে। এই প্রেক্ষাপটে কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে মোদী বললেন, ‘বাংলায় আপনারা সবাই যে বিজেপি সরকার তৈরি করতে যাচ্ছেন, সেখানে বাংলার দায়িত্ব থাকবে এখানকার ভূমিপুত্রের উপরেই।’ নমোর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ।

প্রসঙ্গত, বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি পদ্মশিবির। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন, বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না। নির্বাচনের ফল ঘোষণার পরই তা ঠিক হবে। মোদীজির উন্নয়নকে সামনে রেখেই বাংলায় একুশের ভোটযুদ্ধে লড়াই হবে বলে জানিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*