বাগুইআটি বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেলো বাস, ম্যাটাডর সহ মোট ১২টি গাড়ি। জানা গিয়েছে, শনিবার রাত ২টো ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। তবে কী করে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, গতরাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে পাশের অন্যান্য গাড়ি ও বাসে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছে ভোর পৌনে ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয়দের একাংশের অনুমান কাছেই একটি মদের দোকান রয়েছে। তাই রাতের দিকে স্ট্যান্ডে মদ্যপরা ঘোরাঘুরি করে। তাদের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। আগুনে এতগুলো গাড়ি ছাই হয়ে যাওয়া কোনও স্বাভাবিক ঘটনা নয় বলে মনে করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। খবর পেয়ে রাত ৩টে ১৫ মিনিট নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তদন্ত চলছে । প্রয়োজনে ফরেন্সিক তদন্ত করা হবে।
Be the first to comment