ব্যয়বহুল কলচার্জ এবং ডেটা -দেশের প্রথম সারির টেলিকম সংস্থা যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার কল রেট এবং ডেটা প্যাক ব্যয়বহুল হচ্ছে ১ ডিসেম্বর থেকে।
এছাড়াও ব্যয়বহুল বীমা নীতি-ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) ১ ডিসেম্বর থেকে জীবন বীমা সম্পর্কিত একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। পাশাপাশি, জীবনবীমা পলিসির প্রিমিয়ামও বাড়বে ১৫ শতাংশ। কমবে রিটার্নের পরিমাণও। তবে এই নিয়ম ১ ডিসেম্বর ২০১৯-এর আগে বিক্রি হওয়া পলিসির ক্ষেত্রে কার্যকর হবে না।
তাছাড়াও দাম বাড়ছে রেলের খাবার, জলখাবারের-রাজধানী, শতাব্দী ও দুরন্ত ট্রেনে চা, স্ন্যাকস এবং খাবারের দাম বাড়াতে রেলওয়ে বোর্ডে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে এই বিজ্ঞপ্তি অনুসারে আপনাকে এই ট্রেগুলিতে উঠলেই চা, জলখাবার, এবং প্যানট্রির জন্য বেশি টাকা দিতে হবে।
Be the first to comment