বাবার হয়ে প্রচারে তারকা কন্যা সোনাক্ষী

Spread the love

চমকের পর চমক। বাবার পর এবার জোড়াফুলের হয়ে ব্যাট ধরছেন দবং গার্ল সোনাক্ষী সিনহাও। আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তাঁর হয়েই প্রচারে নামবেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী। জানা গিয়েছে, শীঘ্রই বাবার নয়া ভূমিকায় সহায়তা করতে বাংলায় আসবেন দাবাং গার্ল।

রবিবার বাবুলে কেন্দ্রে বিহারীবাবু কিংবদন্তী শত্রুঘ্ন সিনহা-এর নাম ঘোষণা করে চমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণা হতেই টুইট করে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তিনি লেখেন, “আমি এই সুযোগ পেয়ে আপ্লুত। পশ্চিমবঙ্গের যশস্বীনী মুখ্যমন্ত্রী যে সুযোগ আমাকে দিয়েছেন তা আনন্দ এবং নম্রতার সঙ্গে স্বীকার করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে আসানসোলের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে তা আমার কাছে সৌভাগ্যের।”

সূত্রের খবর, নাম ঘোষণা হতেই ফোনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক-এর সঙ্গে ফোনে প্রচার নিয়ে জরুরি কথাবার্তাও সেরে নিয়েছেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলে চলছে তাঁর থাকার জায়গার খোঁজ। শীঘ্রই মাথা গোঁজার আস্তানা পেলে ভোটের আগে বাংলাই এসে স্থিতু হবেন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা। চমক আনতে শীঘ্রই বাবার নয়া ইনিংসে সহায়তা করতে ময়দানে নামছেন সোনাক্ষী।

শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, “আসানসোলের মানুষের সৌভাগ্য, শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে। এর আগেও তিনি সাংসদ ছিলেন। তিনি একজন প্রতিবাদী চরিত্র।” অন্যদিকে, বলিউডের এই মারকাটারি অভিনেতা প্রার্থী হতেই তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। আসানসোলের নেতৃত্ব শত্রুঘ্ন সিনহা কে স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যেই দেওয়াল লিখনেও নেমে পড়েছে কর্মীরা। আসানসোলে দেওয়াল লিখন শুরু করলেন মেয়র বিধান উপাধ্যায়।

এর আগে আসানসোল লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়েছিলেন বাবুল। দু’ বার ওই কেন্দ্রের সাংসদ হন তিনি। এখন তিনি তৃণমূলে। রাজনৈতিক মহলের একাংশের মত ছিল, তাঁকেই আসানসোল কেন্দ্র থেকে উপনির্বাচনের টিকিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তেমনটা হয়নি।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন বাংলার দুই ফাঁকা লোকসভা এবং বিধানসভা আসনে উপ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে। রবিবারই এই আসনগুলি থেকেই প্রার্থীর ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন টুইট করে বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*