দ্বিতীয় দফায় ভোটের পর শুক্রবার ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশনেই স্মারকলিপি জমা দিলেন দলীয় প্রতিনিধিরা। একইসঙ্গে তৃণমূলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করছেন।
শুক্রবার সাত সদস্যর প্রতিনিধি দল যায় কমিশনে। ছিলেন যশবন্ত সিংহ, নয়না বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, সুব্রত মুখোপাধ্যায়, দোলা সেন, নাদিমূল হক, ডেরেক ও’ব্রায়েন। পরবর্তী ছয় দফার ভোট যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সে দাবিতেই এদিন কমিশনে স্মারকলিপি দেন তাঁরা।
কমিশন থেকে বেরিয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, মানুষ যাতে স্বাধীন ভাবে ভোট দিতে পারেন, সে কথাই জানানো হল। বর্ষীয়ান এই তৃণমূল নেতার কথায়, “বিজেপি কর্মী ও গুন্ডারা ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। মানুষকে ভোট দিতে দিচ্ছে না। বহু জায়গায় ভয় দেখানো হয়েছে। ভোটার ভোট দিতে না পেরে ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করেছে। তাই অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি।”
Be the first to comment