রোজদিন ডেস্ক :- আজ জয়নগরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে কিছু করা অভিযোগ তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সে বিষয়ে অবগত করেন। তিনি রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধের অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। এমনকী, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকাও দিচ্ছে না বলে অভিযোগ করেছে তৃণমূল। অথচ বাংলায় ভোটের দিন মদের জন্য বিজেপির বাজেট ৪০ কোটি বরাদ্দ। এমনই বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার জয়নগরে নির্বাচনী সভা করেন অভিষেক। তাঁর দাবি, “সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলেন, একটি বুথে মদ খাওয়ার খরচ পাঁচ হাজার।” এটি কে তিনি কটাক্ষ করে বলেন ,”১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ বলছে পাঁচ হাজার।” এর পর হিসেব দিয়ে অভিষেক প্রশ্ন করেন, “বাংলায় কত বুথ আছে জানেন? ৮০ হাজার। একটা বুথে পাঁচ হাজার হলে আশি হাজার বুথে ৪০ কোটি টাকা।”
অভিষেক আরও বললেন, “বিজেপি বাড়ির টাকা বন্ধ করে আর ভোটের দিন বিজেপির মদের বাজেট ৪০ কোটি। এত টাকার মদ কে খাবে?”
শেষে তাঁর কটাক্ষ, “এলাকায় কোনও ভালো লোক বিজেপি করে না। আর তাই ওদের মদের বাজেট এত।”
Be the first to comment