বিজেপির আসন্ন রথযাত্রা কর্মসূচি বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা করেছেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। আইনজীবীর দাবি, কোরোনা পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দিলে তা আরও সমস্যা তৈরি করতে পারে ৷ এছাড়া এই রথযাত্রায় জনজীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে ৷
আইনজীবী বলেন, ২৯৪ টি কেন্দ্রে যদি এই রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয় তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে। পাশাপাশি রাজ্যের কোরোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাজ্যে নির্বাচন আসন্ন ৷ যে কোনও দিন নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে। সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া।
এর আগেও ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল আদালতের কাছে ৷ কিন্তু আদালত সেই আরজি খারিজ করে দিয়েছিল। ইতিমধ্যেই রথযাত্রার অনুমতির জন্য ভারতীয় জনতা পার্টি নবান্নে আবেদন জানিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যজুড়ে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি ৷ গোটা রাজ্যে মোট পাঁচটি সাংগঠনিক জ়োনে ভাগ করে এই কর্মসূচি পালন করবে জানানো হয়েছে।
Be the first to comment