বিজেপি নেতাদের মুখে কুকথার স্রোত বইছে, বা ংলায় একটাও আসন পাবে কিনা তাই সন্দেহ আছে; পার্ থ চট্টোপাধ্যায়

Spread the love

আজ আলিপুরদুয়ারে অমিত শাহের বক্তব্যের  প্রত্যুত্তরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, ২২টা আসন কেন একটা পাবে কিনা তাই নিয়ে সন্দেহ আছে। আমি বহুবার বলেছি অমিত শাহকে একটি ভূগোল বই দেওয়ার কথা যা থেকে উনি বুঝতে পারবেন যে কোথায় কি আছে। এখনও পর্যন্ত বিজেপি বলছে কমল ফুটবে তা পাঁকে ফুটবে না দিল্লীতে বাদ যাবে তা নিয়ে বলতে পারছিনা৷ এই ধরনের আশা জাগিয়ে দুচারজন বিজেপি থেকে যারা চলে যেতে চাইছে তাদেরকে আটকানোর চেষ্টা চলছে। এই নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

তিনি আরোও বলেন, বাংলার মানুষ সবাইকে চেনে জানে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নেতা বা নেত্রী নেই যাদের প্রতি ভরসা আছে বাংলার যার প্রতি বিশ্বাস আছে ভারতের। অমিত শাহের ভাষা চাপানো প্রসঙ্গে পার্থবাবু বলেন, করোও ওপরে জোর করে কোনো ভাঘা চাপানোর কোনো বিষয় নেই। আমরা ১৬ টি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা জোর করে উর্দু বা অন্য ভাষা চাপাইনি আর তার কোনো সম্ভাবনাও নেই। এ রাজ্যে হিন্দি, নেপালী, উড়িয়া, অসমিয়া, অলিচিকি ছাড়াও অনেক ভাষা আছে তাতে ওদের দুঃখ হচ্ছে কেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*