মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের এবার চতুর্থ বর্ষ।বিগত ৬ বছরে বাংলায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে অভাবনীয় বিকাশ হয়েছে। সেই উন্নয়নে নতুন রূপ দিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে নিয়ে আরো সুদূর ভাবনা রাজ্য সরকারের তাই এবার মেটিয়াব্রুজকে রেডিমেড জামাকাপড়ের হাব হিসেবে তুলে ধরা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। এর ফলে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে আরও বড় জোয়ার আসবে বলে অনুমান করা হচ্ছে। এবছর বিভিন্ন বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে জোর দেওয়া হবে।
আসলে রেডিমেড জামাকাপড়ের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা বিশেষ স্থান দখল করে আছে। আর বাংলার মেটিয়াবুরুজে ব্যাপক রেডিমেড জামাকাপড়ের ব্যবসা হয়ে। এখানকার জামাকাপড়ের খুব নামডাকও আছে। তবে এই অঞ্চলের বাণিজ্য এখনও অসংগঠিত স্তরে রয়েছে। অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে এই অঞ্চলকে সংগঠিত করতে। যার ফলে এই জামাকাপড় বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে জানা যায়।
Be the first to comment