রোজদিন ডেস্ক :- রবিবার বীরভূমের লাভপুরে নির্বাচনী সভার শুরুতে গ্রামের আলপথ, ক্ষেত, পুকুর সব দেখে নস্টালজিক হয়ে পড়েন মমতা বন্দোপাধ্যায়।
বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি কুসুম্বা গ্রামে জন্মেছেন, অনেকবার গিয়েছেন সেখানে, কিন্তু চাকাইপুর গ্রামে যাওয়া হয়নি, একবার যেতে হবে। কারণ ওই গ্রাম তার পিতৃদেবের জন্মস্থান। ছোটবেলায় পরীক্ষা শেষ হলেই কুসুম্বা গ্রামে চলে যেতেন, এক মাস থাকতেন।
স্মৃতি কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সতিপীঠের কথা। বলেন এই জেলায় তারাপীঠ, ফুল্লোরা তলা , কঙ্কালীতলা ইত্যাদি পীঠস্থান গুলির আলাদা মহত্ব রয়েছে।
এই দিন মাননীয়া রোড শো করেন। অনেকটা পথ হেঁটে চলেন, জনসমুদ্রে প্রচার করেন। এই দিন বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে তিনি ক্রমাগত বি জে পি সরকার কে আক্রমন করে গিয়েছেন। তিনি বলেছেন বি জে পি হল ছিঃ সরকার। তিনি আরও বলেন এন আর সি করতে আমরা দেবোনা। তিনি সরাসরি বলেছেন বিজেপি র বুকের পাটা থাকলে পিসি – ভাইপো না বলে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে প্রচার করে দেখাক।
Be the first to comment