বুলবুলে ক্ষয়ক্ষতির হিসাব কেন্দ্রকে জমা করল নবান্ন

Spread the love

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নিতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। গতকাল বিকালে নবান্নে তাঁদের হাতেই বুলবুলের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেওয়া হল রাজ্যের তরফে। হিসাবে বলা হয়েছে, বুলবুলে মোট ক্ষতির পরিমাণ ২৩ হাজার ৮১১ কোটি টাকা। তবে এই পুরোটাই কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য।

কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে যে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মোট ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। ফসল নষ্ট হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৯২৪ হেক্টর জমির। ৫ লক্ষ ১৭হাজার ৫৩৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*