বৈশাখ শুরুর আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

Spread the love

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে গেট ওয়ে অফ কলকাতা। এই গেটেরর নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে। ৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

৭০ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই গেটের উচ্চতা ৫৫ মিটার। লিফটের বন্দোবস্ত আছে যাতে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। একটি রেস্তোরাঁ করা হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*