রোজদিন ডেস্ক :- পার্কস্ট্রিট ও কসবার শপিংমলের পর এবার গার্স্টিন প্লেস! ফের ভয়াবহ আগুন লাগল শহর কলকাতায়।
পুরনো ওই বহুতলের তিনতলা আগুনে পুড়ে গিয়েছে। আগুন ছড়িয়েছে বহুতলের চারতলাতেও। বাড়িটি পুরনো হওয়ায় বহুতলের একাংশ ভগ্ন প্রায়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসির শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।
৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।
তবে এখন প্রশ্ন সেখান থেকে কিছুটা দূরেই দমকলের অফিস। তা সত্ত্বেও খবর পাওয়ার পর ১০ মিনিটের পথ আসতে দমকল কেন ৪০ মিনিট সময় নিল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
ব্যাঙ্কশাল কোর্টের পিছনের পুরনো বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এবার প্রশ্নের মুখে দমকল।
Be the first to comment