দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে যাওয়ার ঘটনার পর রাজ্যের সব বড় ব্যারেজ গুলির লক গেটের সংস্কারের নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্য সেচ দপ্তরের তরফে এদিন দুপুরে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন করে অন্যান্য লক গেটের ও ব্যারেজের অবস্থা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য। তাই ম্যাসাঞ্জোর, কংসাবতী এবং তিস্তা ব্যারেজের পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করা হবে। যদিও ইতিমধ্যে তিস্তা ব্যারেজের সংস্কার কাজ শেষ হয়ে গেছে। ফলে অন্যান্য ব্যারেজ গুলির সংস্কারের হাত দেওয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এদিকে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেট ভেঙে গিয়ে জল এখনো হুড়মুড়িয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে দ্রুত সেখানে সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেচ দপ্তর জানিয়েছে ২০১৭ সালে এক নম্বর গেট যেভাবে ভেঙে ছিল, এবার ৩১ নম্বর গেট অন্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে দ্রুত সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্যান্য লক গেটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে সেচ দপ্তর। দরকার হলে শুধু সংস্কার নয়, পুরনো লক গেট সরিয়ে দিয়ে, নতুন বসানোর প্রস্তুতি রাখা হচ্ছে।
Be the first to comment