বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সঙ্গে জানালেন, দেশের মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ তাঁরা দেশের নাগরিক রয়েছেন এবং থাকবেন, এমনটাই দাবি জানালেন অমিত ৷
অমিত শাহ বলেন, মুসলিমদের বিরুদ্ধে এই বিল বলে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে ৷ আমি বলছি, এরকম কিছু নেই ৷ এই বিল শুধুমাত্র প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘু সম্প্রদায়গুলির জন্য ৷ এর সঙ্গে ভারতের মুসলিমদের কোনও সম্পর্ক নেই ৷ ভারতীয় মুসলিমরা সুরক্ষিত এবং সুরক্ষিতই থাকবেন ৷ ভারতীয় মুসলিমদের কাছে আমার আবেদন, দয়া করে এই ভুল তথ্যগুলো বিশ্বাস করবেন না ৷ ভুল পথে চালিত হবেন না ৷ ভয় পাবেন না ৷
নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯-এ বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ ২০১৪-এর ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসেছেন তাঁরাই ভারতের নাগরিকত্ব পাবেন ৷ সোমবার বহু বিতর্কের পর লোকসভায় বিলটি পাশ হয় ৷
রাজ্যসভায় বিরোধীদের কাছে এই বিল নিয়ে প্রশ্ন রাখেন অমিত শাহ ৷ বলেন, অনেকে বলছেন, প্রতিবেশী দেশের যে কোনও মানুষকে ভারতের নাগরিকত্ব দিতে হবে ৷ এই তিন প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৷ সুতরাং তারা অন্যান্য সম্প্রদায়ের মতো ধর্মীয় নির্যাতনের মুখোমুখি হয় না ৷ অনেকে বলছেন, আমাদের উচিত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মুসলিমদেরও ভারতের নাগরিকত্ব দিতে হবে ৷ বিশ্বের সব মুসলিমদের কি আমাদের নাগরিক বানানো উচিত?
এদিন কী বললেন অমিত শাহ?
শুনুন!
Be the first to comment