ভারতীয়রা চাইলে অনেদ দূর যেতে পারে। আর তা মোদীকে দেখেই প্রমাণিত হয়। এই ভাষাতেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমার মোদীর হাত ধরে আমেদাবাদে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম ‘মোতেরা’র উদ্বোধন করলেন ট্রাম্প। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিভিন্ন দিকের কথা উঠে এল তাঁর কথায়।
ট্রাম্প এদিন বলেন, ‘মোদী একসময় চা-ওয়ালা ছিলেন। চায়ের দোকানে কাজ করতেন। আর আজ অন্যতম সফল প্রধানমন্ত্রী। এর থেকেই প্রমাণিত হয় যে ভারতীয়রা চাইলে অনেক দূর যেতে পারে।’
এছাড়া, পাকিস্তানের কথাও বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে কাজ করছি সন্ত্রাস ইস্যু নিয়ে।
পাশাপাশি ভারতের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অ্যামেরিকা ভারতের বন্ধু। অ্যামেরিকা ভারতকে বিশ্বাস করে। এখানে আসা আমার কাছে সম্মানের। ভারত অতিথিপরায়ণ দেশ। ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ। মেলানিয়া আর আমি সারা বিশ্বে একটাই বার্তা দিতে চেয়েছি। অ্যামেরিকা ভারতকে ভালোবাসে। অ্যামেরিকা ভারতকে সম্মান করে।
এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বেলা ১১.৪০-এ আমেদাবাদের মাটি ছোঁয়ে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমান। বিমানবন্দর আশ্রম থেকেই সোজা সাবরমতী আশ্রমে যান ট্রাম্প। ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই চরকা কাটেন প্রেসিডেন্ট।
ভূ-রাজনৈতিক পরিষরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, এই প্রথম বিদেশে সপরিবারে এলেন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রী মেলিনার সঙ্গে রয়েছেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তাঁর স্বামী।
এদিন কী বললেন ট্রাম্প?
শুনুন!
Be the first to comment